দূর্গাপূজা উপলক্ষে বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযান
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুর্ঘটনা এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে বগুড়া জেলা পুলিশ।
শহরের জলেশ্বরীতলা এলাকা,সেউজগাড়ি আমতলা, কালিতলা, মাটিডালী ও সদর থানার ৭ টি ফাঁড়ির ৭টি স্পটে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে থেকে শহরের বিভিন্ন স্পটে অভিযান শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত।
অভিযান পরিচালনাকালে ১৩ টি মোটরসাইকেলে মামলা দেয়া হয়েছে এবং ৪ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, পূজায় যেনো বেপরোয়া গতির কারণে কোন মোটরসাইকেল দুর্ঘটনা না হয় এজন্য এই অভিযান। অভিযান আগামী ৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্বে দেয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাসহ শহরের পরিবেশ শান্ত রাখতে আমরা সচেষ্ট। দূর্গাপূজার পরেও এই অভিযান অব্যাহত থাকবে।
এসএ