বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ

বগুড়া সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্টিফিকেট ও কার্ড বিতরন করা হয়।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বগুড়া সদর উপজেলা প্রশাসন আয়েজিত অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পালের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, সদর উপজেলার সাবেক কমান্ডার আব্দুল কাদের, সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার নুরুল আমিন প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button