বগুড়ায় জহুরুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে জহুরুল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রাব্বি ফুলতলা চককানপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুণ প্রামাণিক। রাব্বি পেশায় প্রাইভেটকার চালক।
বুধবার দুপুর পর্যন্ত ২৭ বছরের রাব্বি মিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের নূরারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজু কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহুরুল হত্যা মামলার প্রধান আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চককানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। রাব্বিকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে। এ মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এর আগে, ৯ সেপ্টেম্বর রাতে চককানপাড়া এলাকায় রাস্তায় প্রাইভেট কার রেখে ফাঁকা স্থানে বসে মদপান করছিলেন রাব্বিসহ আরো কয়েকজন যুবক। মদপান শেষে তারা প্রাইভেটকারের কাছে এসে দেখেন পার্কিং সুইচ ভাঙা। এ সময় ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় নিজ বাড়ির সামনেই আড্ডা দিচ্ছিলেন বাপ্পিসহ আরও কয়েকজন যুবক স্থানীয় যুবক। রাব্বি সন্দেহ করেন যে ওই যুবকরাই তাদের গাড়ির পার্কি সুইচ ভেঙে ফেলেছেন। এ সময় তাদের কথার একপর্যায়ে জহুরুল ও বাপ্পিকে মারধর করা শুরু করেন আসামিরা। ওই সময় রাব্বি নিজের কাছে থাকা চাকু দিয়ে জহুরুলকে আঘাত করেন। পরে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহুরুল।
তার মৃত্যুর পরপরই ওই রাতেই শাজাহানপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চার জনকে আসামী করে হত্যা মামলা করেন নিহতের ভাই বাকিরুল ইসলাম।
এসএ