প্রধান খবরসারাদেশ

করতোয়ায় নৌকাডুবি: চলছে উদ্ধার অভিযান, মোট মৃত্যু ৬৯

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় পঞ্চম দিনেও ভোর ৫টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার কর্মী ও ডুবুরি দল।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ তিন ব্যক্তির সন্ধানে ফায়ার কর্মীরা অভিযানে নামলেও এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেননি।

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা।

নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে করতোয়া নদীর আউলিয়া ঘাটের বাতাস।

এদিকে লাশের খোঁজ করতে মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদের হেল্প ক্যাম্পে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। উদ্ধার হওয়া লাশের ছবি টানানো হয়েছে ক্যাম্পে।

উল্লেখ্য, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহালয়া পূজা উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button