বগুড়ায় ইয়াবা ও গাজাঁসহ আটক ৩
বগুড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
আটককৃতরা হলেন- শিবগঞ্জের কুলুপাড়া ছোট বেলঘড়িয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুল মোমিন ওরফে মমিন(২৪), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৃত ফজল করিমের ছেলে নুরুল কাদের(৫৫) এবং বগুড়া শেরপুরের শেরুয়া বটতলা এলাকার জসীম উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন(৩৫)। এদের মধ্যে নুরুল কাদের ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
বৃহস্পতিবার বগুড়া ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাতে পৃথক দুই অভিযানে তাদের আটা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত ৮ টার দিকে শিবগঞ্জের সাদুল্যাপুর ভগলুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোমিনকে আটক করা হয়।
অপরদিকে, রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ নুরুল ও জয়নালকে আটক করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ ও সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ