নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দলগাছার কাথম কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা যায়, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর যাবার পথে বিকেল সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দলগাছার কাথম কালিগঞ্জ সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এতে কমপক্ষে ১৭ জন যাত্রী আহত হন। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে দুজনের মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা করা গেলেও এর চালক-হেলপার পালিয়ে গেছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button