দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অনুমোদনহীন ৪ ছ-মিলে জরিমানা

বগুড়ায় অনুমোদনহীন চার ছ-মিলে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি ছ-মিলে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়ার সিও অফিস কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। এসময় দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, দুপচাঁচিয়া সিও অফিস কাঁচাবাজার এলাকায় প্রতিষ্ঠান চারটি দীর্ঘদিন ধরে কোনরকম ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এজন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্থানীয় তারাপদ বসাকের ছ-মিলে ৫ হাজার, আব্দুর রউফের দুইটি ছ-মিলে ২০ হাজার ও মোজাহার আলীর ছ-মিলে ২ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button