দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। আসন্ন এই বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপ বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। আর রার্নাস আপ দল পাবে বিজয়ী দলের অর্ধেক অর্থাৎ আট লাখ ডলার।
এ ছাড়া দুই সেমিফাইনালিস্ট দল পাবে যথাক্রমে চার লাখ ডলার। সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে।
অন্যদিকে সুপার টুয়েলভে বাদ পড়া প্রতি দল পাবে ৭০ হাজার ডলার করে। প্রথম রাউন্ডে বিজয়ী দল প্রতি ম্যাচে পাবে ৪০ হাজার ডলার করে।আর প্রথম রাউন্ডে বিদায়ী দল পাবে ৪০ হাজার ডলার। এভাবে মোট ৫৬ লাখ ডলার পুরষ্কার দেয়া হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।