দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় হেরোইনসহ এক দম্পতিকে আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পুড়িয়া (পলিথিনসহ ওজন ২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ৩৬ বছরের মিজানুর রহমান ওরফে ফাইন ও তার স্ত্রী ৩৩ বছরের সফুরা বেগম। তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদক মামলা করা হয়েছে। মামলাটি করেন এসআই সজীব মাহমুদ।

শুক্রবার দুপুরে মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই উপজেলার লালুকা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button