প্রধান খবরবিনোদন

“শেহজাদ খান’ আমার এবং শাকিবের সন্তান: বুবলী

অবশেষে প্রেম, বিয়ে, সন্তান নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তানের একাধিক ছবি পোস্ট করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি। 

বুবলী লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

সন্তানের বাবার পরিচয় জানিয়ে এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ মা হন বুবলী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.