প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় গোপাল চন্দ্র দাস(৫০) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত গোপাল ওই এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার শেখেরকোলার তেলিহারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১টার দিকে বিপ্লব, গোপালসহ চার- পাঁচজন মিলে তাসের মাধ্যমে জুয়া খেলছিল। খেলার এ পর্যায়ে গোপালের সাথে বিল্পবের কথাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে রেগে বিপ্লব গোপালের বুকে লাথি মারে। তখন সাময়িক মীমাংসা করে তারা খেলা শেষে যার যার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর গোপাল বুকে ব্যথা অনুভব করে এবং পরিবারের সবাইকে জানায় জুয়া খেলার সময় বিপ্লব তাকে বুকে লাথি মেরেছে। পরে পরিবারের লোকজন গোপালকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি নূরে আলম জানান, অভিযোগ পাওয়া মাত্র ভোরে অভিযান চালানো হয়। এ ঘটনায় মূল হোতা বিপ্লব পলাতক থাকলেও খেলা চলাকালীন থাকা চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কাজল চন্দ্র সরকার(৩২), পাপ্পু সরকার(৩৫), হেলাল মিয়া(৪০) এবং বিমল চন্দ্র সরকার(৩৭)। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত চলছে। শীঘ্রই মূল হোতাকেও ধরা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button