বগুড়ায় স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার স্বামী

বগুড়ার আদমদীঘিতে স্ত্রী সৈয়দা সারাহ্ আহমেদ ওরফে প্রিয়াসা (২৩) হত্যা মামলায় তার স্বামী নাসরুল্লাহ হক (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাসরুল্লাহ হক আদমদীঘির ডহরপুর গ্রামের রহিম উদ্দীন ডিগ্রী কলেজের উপ্যধ্যক্ষ আনোয়ারুল হক পল্টুর ছেলে।
রোববার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা৷ যায়, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আনোয়ারুল হক পল্টুর ছেলে নাসরুল্লাহ ঐক্যের সাথে ৫ মাস পূর্বে নওগাঁর চাকলা বক্তারপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে প্রিয়াসার প্রেম সম্পর্ক করে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারনে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় দুই পরিবারের মধ্যে মনমালিন্য চলে আসছিল। শনিবার আবারো পারিবারিক কলহের সুত্রধরে সন্ধ্যা সাড়ে ৬টায় গৃহবধু প্রিয়াসা তার শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে স্বামীর পরিবারের লোকজন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় রোববার নিহত সৈয়দা সারাহ্ আহমেদ ওরফে প্রিয়াসার মা নওগাঁ সদরের মাস্টারপাড়ার ইয়াসমিন আহমেদ বাদি হয়ে জামাই নাসরুল্লাহ হক. তার বাবা আনোয়ারুল হক পল্টু ও মা খন্দকার নিশাদ বানুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মামলা দয়ের পর মুল আসামী নিহতের স্বামী নাসরুল্লাহ হককে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ