রাজনীতিশেরপুর উপজেলা

শেরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভকে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় নির্বাহী সংসদস এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কার করেন।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আরিফুল ইসলাম শুভ(বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি) শেরপুর বগুড়াকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য ২৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মর্তুজা কাওসার অভিকে হত্যার ঘটনায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান শুভসহ উপজেলা যুবলীগ, শ্রমিকলীগসহ ১৭জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যা মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে আরিফুর রহমান শুভসহ এ হত্যাকান্ডের এজাহারভুক্ত পাঁচজন আসামিকে, যুবলীগের ৪ জন ও শ্রমিক লীগের একজনকে গ্রেফতার করে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button