সারাদেশ

করতোয়ায় নৌকাডুবি: এখনও ৩ জন নিখোঁজ

পঞ্চগড়ের বোদার করতোয়া নদীর আউলিয়া ঘাটে মর্মান্তিক নৌকাডুুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক শিশুসহ তিনজন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সোমবার থেকে উদ্ধার অভিযান সীমিত করেছে।


ভয়াবহ নৌকাডুবিতে এখন পর্যন্ত নিখোঁজ তিনজন হলেন- দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের মদনের ছেলে ভূপেন চন্দ্র বর্মণ ওরফে পানিয়া (৪০), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্র নাথ বর্মণের ছেলে সুরেন্দ্র নাথ বর্মণ (৬৫) এবং উপজেলা সদরের ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের শিশুকন্যা জয়া রানী (৪)।


গত ২৫ সেপ্টেম্বর নৌদুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা ঘটনার দিন রোববার ২৫ জন, সোমবার ২৫ জন, মঙ্গলবার ১৭ জন এবং সর্বশেষ বুধবার হিমালয় চন্দ্র নামে নববিবাহিত এক যুবকের মরদেহসহ ৬৯ জনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে ৩১ জন নারী, ২১ জন শিশু এবং ১৭ পুরুষ। জরুরি তথ্যকেন্দ্রের হিসাব মতে এখনও তিনজন নিখোঁজ। তবে নৌদুর্ঘটনার নবম দিন সোমবার উদ্ধারকাজ সীমিত করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button