সারাদেশ
টেকনাফে ট্রলারডুবি: ৩ নারীর মরদেহ উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফের বাহারছড়ার অদূরে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ওই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানান, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান আছে। সূত্র: ঢাকা পোস্ট