বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় সানজিদা আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সানজিদা সাহাপাড়া গ্রামের মালেয়েশিয়া প্রবাসী সুমন আহম্মেদের স্ত্রী।
মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর সাহাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের হেলাল শাহের মেয়ে সানজিদা আক্তারের সাথে সাহাপাড়ার আব্দুর রশিদের ছেলে সুমন আহম্মেদের বিয়ে হয়। বিয়ের এক বছর পরেই মালয়েশিয়া চলে যান সুমন। গতকাল রাতে সানজিদা প্রতিদিনের ন্যায় তার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে দরজা না খুললে বাড়ির অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ