তথ্য ও প্রযুক্তি
বিভিন্ন এলাকায় মোবাইল নেটওর্য়াকেও সমস্যা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওর্য়াকে সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকেরা জানিয়েছেন, তাদের মুঠোফোনে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে দু:খ প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে দু:খ প্রকাশ করে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে এমটব জানায়, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’