সারাদেশ

সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে ও ডাঃ শান্তনু কুমার সাহার সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ ক্যাম্পে ১৫ শতাধিক রোগী কে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।

সকাল ৮ টা থেকে সিংড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে ভীড় করে।

দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ শান্তনু কুমার সাহা, ডাঃ বর্নালী তালুকদার, ডাঃ মইনুল হক রিকো, ডাঃ শাহজালাল সরকার, ডাঃ সনদ কুমার ঘোষ, ডাঃ এমকে সরকার।

এসময় উপস্থিত ছিলেন দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার, সাধারণ সম্পাদক বিনোদ দত্ত, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাংবাদিক ফজেল রাব্বি, শুভ সরকার, সুজিত সাহা প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button