প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় যুবক নিহত

বগুড়ার শেরপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় বিদ্যুতিক তারে সাথে জড়িয়ে জগন্নাথ কর্মকার ওরফে রুপম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জগন্নাথ কর্মকার পৌর এলাকার উত্তর শাহ পাড়ার রঘুনাথ কর্মকারের ছেলে।

বুধবার বিকেল ৫টার দিকে শহরের পৌর শিশুপার্ক এলাকার পূবালী সংঘ পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিসর্জনের উদ্দেশ্যে শেরপুর পৌর শিশুপার্ক এলাকার ওই পূজামণ্ডপ থেকে প্রতিমা ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান জগন্নাথ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button