লাইফস্টাইলস্বাস্থ্য

সহবাসে চোখ ওঠার ঝুঁকি রয়েছে

দেশে এখন চোখ ওঠা ‘কনজাংটিভাইটিস’ রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে।

এভরি ডে হেলথের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসজনিত চোখ ওঠা রোগটি খুব স্পর্শকাতর ও ছোঁয়াচে একটি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি যখন তার চোখে হাত দেয় তখন ভাইরাস তার হাতে লেগে থাকে। এর পর থেকে সেই হাত দিয়ে যা কিছুই ছোঁয়া হোক না কেন, সেখানে ভাইরাস চলে আসে। যেমন কারো সঙ্গে করমর্দন, টাকার আদান প্রদান, রিমোর্ট ব্যবহার, থালা বাটি, গ্লাস, বোতল, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশ, মুঠোফোন ইত্যাদি। এমনকি এই রোগের ভাইরাস হাঁচি বা কাশির মাধ্যমেও ছড়াতে পারে।

অনলাইনে চিকিৎসাসেবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আই ক্লিনিক’। চোখ ওঠলে সহবাস করা যাবে কিনা, আই ক্লিনিকের প্রশ্নোত্তর বিভাগে সেই প্রশ্ন রাখেন এক পুরুষ রোগী। এর উত্তরে অনলাইন হাসপাতালটির চিকিৎসকরা জানান – ‘চোখ ওঠা একটি সংক্রামক রোগ। সুতরাং রোগটি থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ আমরা দেব না।’

স্বাস্থ্য বিষয়ক একাধিক ওয়েসাইটের প্রতিবেদনেও চোখ ওঠলে কিছুদিনের জন্য সহবাস থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button