প্রধান খবরসারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সড়ক দুর্ঘটনা: বগুড়ার মা-ছেলে নিহত

টাঙ্গাইলে বাস-মাইক্রো দুর্ঘটনায় বগুড়ার মা ও ছেলেসহ আরো চার জন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত মা-ছেলে হলেন মালিকা বানু রুবি (৬০) ও রিফাত আল হাসান (৩৬)। তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। রিফাত জলেশ্বরীতলা এলাকায় ব্যবসা করতেন। এ ছাড়াও তিনি সাবেক ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের গোল চত্বর টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় জানিয়ে রিফাতের বাবা প্রকৌশলী হেলালউদ্দিন বলেন, প্রায় দেড় সপ্তাহ আগে চিকিৎসার জন্য কুমিল্লা সেনানিবাসে বসবাসরত মেয়ের বাসায় যান তার স্ত্রী রুবি। মাকে আনতে যান ছেলে রিফাত। আজ মাইক্রো ভাড়া করে বগুড়ায় ফিরছিলেন মা-ছেলে। পথে টাঙ্গাইলে বাসের ধাক্কায় মারা যান তারা দুজনেই।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল পথিমধ্যে গোল চত্বর টোল প্লাজার সামনে এলে বাসটি আইল্যান্ড ভেঙে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে ধাক্কায় দেয়।

এতে বাস ও মাইক্রোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় দুইজন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন বগুড়ার। বাকিরা পাবনা, নাটোর ও কুমিল্লার বাসিন্দা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button