সারাদেশ

হনুমান আতঙ্কে গোবিন্দগঞ্জের মানুষ, উৎসুক জনতার ভিড়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লোকালয়ে হনুমান চলে আসায় আতঙ্কে মানুষ। কখনও গাছে, কখনও বাড়ির ছাদে অবস্থান করছে এই প্রাণী।

সবশেষে বুধবার (৫ অক্টোবর) বিকেলে পৌর শহরের শিববাটি মন্দির সংলগ্ন একটি পাকুড় গাছে হনুমানটিকে দেখা যায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই পৌরশহরের ডাকবাংলো, ব্যস্তমত গোহাটি ঝিলপাড়া ও থানা মোড় এলাকায় চলাফেরা করতে দেখা যায় হনুমানটিকে।

লোকজন ক্ষতির আশঙ্কা করলেও বন্য প্রাণিটি কাউকে আক্রমণ করেনি।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদের এক কর্মকর্তা বলেন, হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আক্রমণ করবে না। নিজে থেকেই সে তার স্থানে ফিরে যাবে।

সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেন ওই কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button