সারাদেশ

জামালপুরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মুসলিম যুবকের মৃত্যু

জামালপুরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে ব্রহ্মপুত্রে ডুবে আকাশ (২২) নামে এক মুসলমান যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আকাশ সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে। 

জামালপুর ফায়ার সার্ভিস (৫ অক্টোবর) রাত ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্রে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিমা বিজর্সন দিতে যায়। ওই আনন্দ অনুষ্ঠানে যোগ দেয় আকাশ ও তার বন্ধুরা। বিসর্জনের পূর্ব মুহূর্তে মদ্যপ অবস্থায় প্রতিমার উপর ওঠে আনন্দ ফূর্তি করতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে যায় আকাশ। 

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।

পুলিশ জানান, লাশ উদ্ধার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button