প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কৈগাড়ী কৈ-গাড়ি পুলিশ ফাঁড়ির পিছনে এ ঘটনা ঘটে।
নিহতের পরনে সাদা-কালো চেক টি-শার্ট ও প্যান্ট রয়েছে। আর শরীরের পেছনে ছুরিকাঘাতে একটি চিহ্ন আছে।
জানা যায়, ছুরিকাহত ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, নিহত ব্যক্তির বয়স হবে ৪৮ বছর। তার নামপরিচয় জানতে চেষ্টা চলছে।
তার লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে।
এসএ