আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

বগুড়ার আদমদীঘি উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইয়ামিন হোসেন (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।

তিন বছর যাবৎ জয়পুরহাটের বাসিন্দা ইয়ামিন আদমদিঘীর একটি মাদরাসায় হিফ্জ বিভাগে পড়াশোনা করছে এবং পাশাপাশি একটি জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় অন্যদের সঙ্গে সে আরবি পড়ার জন্য মসজিদে যায়। যার কাছে পড়ার কথা সেই হুজুর না থাকায় মুয়াজ্জিন ইয়ামিন ওইদিন আরবি পড়ায় এবং পড়া শেষ করে ওই শিশুকে কৌশলে আটকে রাখে। বিকেলে পড়া শেষে অন্য শিশুরা বাড়ি চলে গেলে সে ওই শিশুকে ধর্ষণ করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে ইয়ামিনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button