বগুড়ায় সার আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫
![](https://boguralive.com/wp-content/uploads/2022/10/IMG_20221008_155615.jpg)
বগুড়ায় ৩৬০ বস্তা ইউরিয়া সার আত্মসাৎয়ের সাথে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ৷ প্রতারক চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার দুপুর দেড়টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার রাতব্যাপী চলা অভিযানে বগুড়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার নন্দীগ্রামের কৈগাড়ী সোনারপাড়া এলাকার মৃত দবির উদ্দিন আনারের ছেলে আঃ আলীম(৫০), শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে আল আমিন ওরফে আলাউদ্দিন(৩৫), ধুনট উপজেলার নিমগাজি উত্তরপাড়া এলাকার মৃত আফরোজা বেগমের ছেলে মামুনুর রশিদ মামুন(৪৮), একই উপজেলার সরুগ্রাম এলাকার মৃত আজিজার সাকিদারের ছেলে সজল(৩৫) এবং চুনিয়াপাড়া এলাকার মৃত মন্তাজ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম(৪২)। এসময় সার আত্মসাতের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে ডিবি।
প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ২৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটার দিকে সিলেটের ফেঞ্জুগঞ্জ একতা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাকে ( ঢাকা মেট্রো ট-১৬-৮১৯) করে ৩৬০ বস্তা ইউরিয়া সার নিয়ে রংপুর বাফার গুদামের উদ্দেশ্যে রওনা হন ড্রাইভার আল আমিন ওরফে আলাউদ্দিন। একতা ট্রান্সপোর্টের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ স্বপন আলাউদ্দিনের সাথে যোগাযোগ করলে তালবাহানা শুরু করে। পরে সার নিয়ে ট্রাকটি যথাস্থানে না যাওয়ায় আব্দুস সামাদ বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়। খোঁজাখুজির এক পর্যায়ে আব্দুস সামাদ জানতে পারে ট্রাকে থাকা ৩৬০ বস্তা ইউরিয়া সার বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে রফিকুলের দোকানে বিক্রি করেছে। পরে আব্দুস সামাদ বগুড়া জেলা পুলিশের কাছে অভিযোগ দিলে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ট্রান্সপোর্ট এর মাধ্যমে মালামাল সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে না দিয়ে তারা আত্মসাৎ করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশী অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ