আন্তর্জাতিক খবর
ভারতে যাত্রিবাহী বাসে আগুন, মৃত্যু ১১
ভারতের মহারাষ্ট্রে যাত্রিবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে।
শনিবার (৮ অক্টোবর) এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ ভোর ৫টার দিকে বাসটি ঔরঙ্গাবাদ রোড দিয়ে যাচ্ছিলো। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি পণ্যবাহী গাড়িতে ধাক্কা মারে। এরপর যাত্রিবাহী ওই বাসে আগুন ধরে যায়। এতে প্রাণ যায় ১১ জনের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।