ভুটানকে ২ গোলে হারালো বাংলাদেশ

জয়ের আশায় ভুটানের বিপক্ষে গোছানো ফুটবল খেলে শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। এরপরেই পথ হারায় স্বাগতিকরা। মাঝ মাঠের দখল নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
শুক্রবার (৭ অক্টোবর) কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।
দলের হয়ে গোল করেছেন নাজিম উদ্দিন ও হিমেল।
প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সে ম্যাচে দুটি গোলই এসেছিল আত্মঘাতী থেকে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচ জেতায় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে ‘ই’ গ্রুপের রানার্সআপ হওয়া। সমান ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ইয়েমেন।
গ্রুপের শেষ ম্যাচে ৯ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও ইয়েমেন। ওই ম্যাচের জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ সেরা হতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট। প্রথম দুই ম্যাচে ১৪ গোল দেয়া ইয়েমেনের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বাংলাদেশের। তবুও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আশা জিইয়ে থাকল পল স্মলির দলের।