প্রধান খবরসারাদেশ

যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ৩ বন্ধু নিহত

যশোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজছাত্র নিহত হয়েছেন। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)।

জানা যায়, ছুটির দিনে ঘুরতে বের হন ৩ বন্ধু। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানান, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button