বগুড়া জেলা

বগুড়ায় স্টেশন মাস্টারকে হুমকি! স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় রেলওয়ের স্টেশন মাস্টারকে হুমকি দেয়ার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় সঞ্জিত (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সঞ্জিত শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকার মৃত গোপাল চন্দ্রের ছেলে।

শনিবার বিকেল ৫ টার দিকে শহরের রেলওয়ে হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২৪শে সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া রেলস্টেশনে ডিউটি মাস্টারের রুমে মধ্যে চার জন যুবক আসেন। এসেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রায়হান কোথায় জানতে চান। অফিসে নাই শুনেই ওরা বলে রায়হান ও তার বাবা যেন স্টেশনে না আসে। আর সাজুও (স্টেশন মাস্টার) যেন স্টেশনে পা না রাখে। রাখলে সমস্যা আছে। এ কথা বলে ওরা টেবিলে জোরে বারি মেরে চলে যায়।

এ ঘটনায় বগুড়া রেল সুপার সাজেদুর রহমান সাজু বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সঞ্জিতসহ তিনজনের নাম উল্লেখ করা হয়।

বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, বগুড়া রেলওয়ে স্টেশনে এসে স্টেশন মাস্টারকে হুমকি দেয়ার ঘটনায় সঞ্জিত এজাহারভুক্ত প্রধান আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে সন্ধ্যায় সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button