বগুড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা
বগুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শাজাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় (বড় মসজিদ) জামে মসজিদের খতিব আজগর আলী, মাওলানা মোস্তাকিম হোসাইন প্রমুখ।
নবী করিম (সাঃ)-এর জীবনী ও জন্মদিন এবং ওফাত দিবস নিয়ে বিস্তারিত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল হয়েছে। এছাড়াও নানা আয়োজনের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলার পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হোসাইন আহমাদ।
এসএ