প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় সাবেক সেনা সদস্য জাকির হত্যা: নারীসহ গ্রেপ্তার ৪

বগুড়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাকির হোসেন হত্যা ঘটনায় ব্লাকমেইল চক্রের দুই নারীসহ আরো চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান।

এর আগে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে শনিবার (৮ অক্টোবর) রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুরের গণ্ডগ্রামের মোছা. সোমা আক্তার লিয়া (২৫), নন্দীগ্রামের রনবাগা এলাকার মোছা. রোফা আক্তার রোপা (৩০), শাজাহানপুরের লতিফপুরের তাইজুল ইসলাম ও গাবতলী কালাইহাটার আব্দুর রাজ্জাক।

মো. তৌহিদুল মবিন খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমা আক্তারকে শহরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে তাইজুলকে শেরপুর, রোপাকে মাঝিড়া ও রাজ্জাককে মাদলা ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোপা প্রেমের ফাঁদ ফেলে সাবেক সেনা সদস্য জাকিরকে কৈগাড়ী এলাকার ওই বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে সোমা আক্তার আগে থেকেই ছিল। জাকির বাড়িতে প্রবেশ করলে অন্তত আট থেকে দশজন তাকে জিম্মি করে টাকা আদায় করে। এদের মধ্যে তাইজুল, আব্দুর রাজ্জাক ছিলেন।

শুক্রবার রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল জাকির হোসেন প্রতারক চক্রের হাত থেকে পালাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন। এঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে শাজাহানপুরে মামলা করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button