সারাদেশ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ছাত্রলীগ নেতাসহ নিহত ২

পাবনার ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ও একই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ আশিক।

আহত আরিফুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, বাসটি জব্দ করেছে ঈশ্বরদী হাইওয়ে পুলিশ। তবে বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button