সারাদেশ
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৩
নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তিন জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।
পুলিশ জানান, মরদেহ ৩টি মর্গে রাখা হয়েছে। আহত জামাল মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।