প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় টঙ ঘর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে মরিচ ক্ষেতের টঙ ঘর থেকে সাহেব আলী (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাহেব আলী পেশায় কৃষক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে।
সোমবার সকালে বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের মরিচের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সাহেব আলী রবিবার রাতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন। এরপর বাড়িতে ফিরে যান নি। বরং তার নিজের মরিচ ক্ষেতের টঙ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে গ্রামের লোকজন টঙ ঘরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ