আন্তর্জাতিক খবর

ভারতে গরুকে জাতীয় পশু ঘোষণার আর্জি খারিজ

গরুকে জাতীয় পশু ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকাররে নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এস কে কউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এমন আর্জি জানানোয় আবেদনকারী পক্ষকে ভর্ৎসনা করেছেন।

গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে গোবংশ সেবা সদন-সহ কয়েকটি সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল।

পাশাপাশি, গোহত্যায় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও আবেদনে জানানো হয়েছিল। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রের মত চেয়ে নোটিস পাঠানোর আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে আবেদনকারী পক্ষের আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত বলে, এটা কি আদালতের কাজ? কী ভাবে এমন আবেদন জানাতে পারা যায় ? এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে? এর পর ২০২১ সালের সেপ্টেম্বরে গোহত্যা সংক্রান্ত একটি মামলার অভিযুক্তের জামিনের শুনানিতে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদব বলেছিলেন, গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত। অভিযুক্তের জামিন খারিজ করে বলেছিলেন,গরুর ভাল হলে তবেই দেশের ভাল হবে।এমনকি, গরুর মৌলিক অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button