সারাদেশ

গাইবান্ধা উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধা-৫ আসনে উপ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের ওপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে বগুড়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ১১ টায় শহরের রোচাস হোটেল এন্ড রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন নাহিদুজ্জামান নিশাদ।

এ সময় তিনি জানিয়েছেন, নিরাপত্তার এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছে তিনি। এই আবেদনের অনুলিপি গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক,. পুলিশ সুপার ও জেলার সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন প্রার্থী নিশাদ।

বগুড়া জেলা প্রেসক্লাব সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে তিনি আরো জানান, গত তিনদিন ধরে তার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর হয়ে বহিরাগত লোকজন ঘোরাফেরা করছে। তারা নিশাদের নির্বাচনি পোস্টার ছেঁড়া, মারধর করেছেন। এ ছাড়া নিজেদের অফিস ভেঙ্গে নিশাদের সমর্থক-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছেন নৌকার প্রতিদ্বন্দ্বী।

দুপুরে পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে নিরাপত্তা জনিত বিষয়ে কথা বলতে গেলে সেখানে আরেক নির্বাচনি প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী গোলাম শহিদ রঞ্জুর সঙ্গেও সেখানে সাক্ষাৎ হয়। তিনিও একই সমস্যার সম্মুখীন। তার সাথে গাইবান্ধা শহরের কদমতলী এলাকায় দুপুরের খাবার খাওয়ার জন্য একটি অফিসে বসি। এমন সময় সেখানে একদল যুবক এসে আমাদের ঘিরে ধরে। তারা বিভিন্নভাবে আমাদের হুমকিধামকি দিতে থাকেন।

সাংবাদিক সম্মেলনে নিশাদ অভিযোগ করেন, অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে গাড়ি নিয়ে চলে যেতে উদ্যত হই। কিন্তু ওই সময় তারা জোরপূর্বক আমার গাড়িতে থাকা নিজ নামে লাইসেন্সকৃত অস্ত্র ও ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।

বিষয়টি গাইবান্ধা জেলা পুলিশ সুপারকে ফোনে জানানো হলে পরবর্তীতে সেই অস্ত্র ফেরত দেয়া হলেও ৪০ হাজার টাকা কেউই ফেরত দেয়নি।

স্বতন্ত্র এই পদপ্রার্থী আরো বলেন, আমি আশঙ্কা করছি গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দিন বড় ধরনের সহিংসতা হতে পারে। এ পরিস্থিতিতে আমরা যারা নৌকার বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেয়া অত্যন্ত জরুরী। তা না হলে এই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button