জাতীয়

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ সর্বোচ্চ ১৬০ ভোট পায়।

নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ চারটি আসনের বিপরীতে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

এর মধ্যে মালদ্বীপ পায় ১৫৪ ভোট, ভিয়েতনাম ১৪৫, কিরগিজস্তান ১২৬, দক্ষিণ কোরিয়া ১২৩ এবং আফগানিস্তান পেয়েছে ১২ ভোট।

মানবাধিকার ইস্যুতে গত বছর র‌্যাব এবং এর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়া বাংলাদেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থাসহ (এনজিও) বিভিন্ন মহল সমালোচনা করে আসছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সদস্য পদে বাংলাদেশের নির্বাচনকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button