প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় গৃহবধূ ধর্ষনের অভিযোগে গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে জাহিদুল ইসলাম ও তার সহযোগী মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজনের মধ্যে জাহিদুল (৪০) ওই উপজেলার জয়নগর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। আর মিন্টু (৩৭) একই উপজেলার কাফুরা মিচকিপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম ও মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার রাতে তাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। এই সুযোগে জাহিদুল মাঝে মধ্যেই গৃহবধূকে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি হচ্ছিলেন না ওই গৃহবধূ। এতে জাহিদুল ও তার সহযোগী মিন্টু ক্ষিপ্ত হন। ১ অক্টোবর রাতে তারা জানতে পারেন যে, ওই গৃহবধূ বাড়িতে একা আছেন। এ সুযোগে জাহিদুল ওই রাতে প্রাচীর টপকে গৃহবধূর বাড়িতে প্রবশে করেন। পরে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ করেন। এ সময় বাড়ির মূল দরজার দাঁড়িয়ে জাহিদুলকে পাহারা দেন মিন্টু।

শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ধর্ষণ মামলার পরপরই অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button