বিনোদন

আমার মেয়েটাকে বাঁচতে দিন, সারাক্ষণ শুধু কান্না করছে: পূজার মা

নায়িকা পূজা চেরি। ইদানিং কাজের বাইরেও থাকছেন আলোচনায়। নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও ধর্মান্তরিত হওয়ার গুঞ্জনে বেশ নাখোশ এই নায়িকা।

ইতোমধ্যে গুজব রটনাকারীদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এসব গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা চেরির মা ঝর্ণা রায়।

পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।

পূজার মা ঝর্ণা রায় জানান, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?

তিনি আরও যোগ করেন, এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা— কেউ কি একবার চিন্তা করেছেন? তাই সবার কাছে হাতজোড় করে বলি, আমার মেয়েটা ছোট। দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) দেশব্যাপী ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ সিনেমাটি। কথা সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন।

এই বিভাগের অন্য খবর

Back to top button