আন্তর্জাতিক খবরধর্ম
কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে কুয়েতে বাংলাদেশি ২ কিশোর
![](https://boguralive.com/wp-content/uploads/2022/10/FB_IMG_1665496834458-transformed.jpeg)
বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে কুয়েত পৌঁছেছেন বাংলাদেশি কিশোর তাওহীদ ওবাইদুল্লাহ ও হাফেজ আবু রাহাত।
স্থানীয় একটি ফ্লাইটে তারা মঙ্গলবার(১১ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে কুয়েতের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলে পৌঁছান।
তারা দুজনেই একাধিকবার বিশ্বসেরা পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।