প্রধান খবরসারাদেশ

মহাসড়কে ছিনতাইকারীর কবলে বগুড়ার পুলিশ

ঢাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়ে বগুড়া পুলিশের একটি টিম।

বুধবার ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ঘটে এ ঘটনা।

পুলিশ জানায়, ঢাকা থেকে এক ভিকটিমকে উদ্ধার করে ফিরছিল সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম। সাদা পোশাকে মাইক্রেবাসে করে তারা আসার পথে কড্ডার মোড়ের মাঝামাঝি স্থানে পৌঁছলে ছিনতাইকারী চক্র ঢিল ছুড়ে তাদের গতিরোধ করে।
এ সময় কয়েকজন ছিনতাইকারী মাইক্রোবাসে থাকা পুলিশের সঙ্গে জবরদস্তি করে একটি ওয়াকিটকি, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

পশ্চিম থানার পুলিশ জানায়, গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button