সারাদেশ

গুলশানে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর গুলশানের একটি ৬ তলা ভবনে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গুলশান-১ এর ৭ নম্বর রোডের ওই ভবনের ৫ তলায় আগুন লাগে।

তারা হলেন, ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।

পুলিশ জানান, আগুন লাগার পর বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

তাদের শরীরে পোড়ার কোনো চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ময়নাতদন্ত শেষে মর্গের সূত্রগুলো জানায়, ধোঁয়ার কারণে ওই দম্পতির মৃত্যু হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button