দিবসপ্রধান খবর

আজ বিশ্ব মান দিবস

আজ ‘বিশ্ব মান দিবস’। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে।

এই দিনটি মূলত: পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয়। ২০২২  সালের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- ‘একটি উন্নত বিশ্বের জন্য ভাগ করা দৃষ্টি।’

২০২২ সালে আইইসি, আইএসও এবং আইটিইউ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক মান কীভাবে অবদান রাখে তা বোঝার জন্য তাদের বহু-বছরের প্রচার চালিয়ে যাচ্ছে।

উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে, আন্তর্জাতিক মানগুলো এসডিজিগুলোর সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকৃত। ১৯৪৬ সালের ১৪ অক্টোবর তারিখে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন যা পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু করে।

ওই দিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস বৈশ্বিকভাবে পালন করা হয়। ১৯৭০ সাল থেকে আইএসও এই দিনটি পালন করে আসছে। প্রত্যেক বছরই দিবসের প্রতিপাদ্য বিষয় চলমান বিষয়াদিকে ঘিরে নির্ধারণ করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button