আজ বিশ্ব মান দিবস
আজ ‘বিশ্ব মান দিবস’। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে।
এই দিনটি মূলত: পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয়। ২০২২ সালের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- ‘একটি উন্নত বিশ্বের জন্য ভাগ করা দৃষ্টি।’
২০২২ সালে আইইসি, আইএসও এবং আইটিইউ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক মান কীভাবে অবদান রাখে তা বোঝার জন্য তাদের বহু-বছরের প্রচার চালিয়ে যাচ্ছে।
উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে, আন্তর্জাতিক মানগুলো এসডিজিগুলোর সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকৃত। ১৯৪৬ সালের ১৪ অক্টোবর তারিখে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন যা পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু করে।
ওই দিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস বৈশ্বিকভাবে পালন করা হয়। ১৯৭০ সাল থেকে আইএসও এই দিনটি পালন করে আসছে। প্রত্যেক বছরই দিবসের প্রতিপাদ্য বিষয় চলমান বিষয়াদিকে ঘিরে নির্ধারণ করা হয়।