সারাদেশ

পতেঙ্গায় জাহাজ ডুবি, ৩ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (১৪ অক্টোবর) চট্টগ্রামস্থ কোস্ট গার্ড পূর্বজোনের একটি টিম নাম না জানা ওই তিনি ব্যক্তির লাশ উদ্ধার করে।

এর আগে পতেঙ্গার কাটগড় চরপাড়ায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে ‘এমভি সুলতান সানজার’ নামের জাহাজটি ডুবে যায়। 

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, গতকাল এমভি সুলতান সানজার নামের একটি পাথর বোঝাই জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে আসার সময় এমভি আকিজ লজিস্টিক -২৩ নামের অপর একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়। এতে এম ভি সানজার নামের জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এই সময় জাহাজে মোট ৯ জন ক্রু ছিলেন। পরে তিনজনকে লাইফ বোর্ট দিয়ে উদ্ধার করা হয়। 

ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ছয়জন। তাদের মধ্যে শুক্রবার সকালে দুই জন এবং দুপুরের দিকে আরো এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিন ক্রু নিখোঁজ রয়েছেন। সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button