দিবসপ্রধান খবরবিশ্ববিদ্যালয়

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ছাত্র ও কর্মচারীসহ ৪০ জন মারা যান। আহত হন শতাধিক। নিহতদের মধ্যে ছিলেন ছাত্র ২৬, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি ১৩ জন।আজ সেই ট্র্যাজেডির ৩৭ বছর পূর্ণ হচ্ছে।  

১৯২১ সালে নির্মিত জগন্নাথ হলের ওই ভবনটি ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। কিন্তু সেখানে কোন সংস্কার না হওয়ায় ধসে পড়ে। ধসের পর পুরো ভবনটিই গুড়িয়ে দেওয়া হয়।পরে ওই একই জায়গায় ‘অক্টোবর স্মৃতি ভবন’ নামে জগন্নাথ হলে নতুন একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। এ ছাড়া ভবনটির সামনে নিহতদের স্মরণে তাদের নাম সংবলিত একটি নামফলক স্থাপন করা হয়।  

ভাবগম্ভীর পরিবেশে শনিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫ সালের এই রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যেসব ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button