প্রধান খবরসারাদেশ

শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবি, ৩ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় তিন যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা।

জানা গেছে, রাত ১০টার দিকে ১০-১২ জন যুবক নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে নদী পারাপারের জন্য ট্রলার ওঠে। 

মাঝপথে গেলে যুবকরা উল্লাস করতে করতে ট্রলারের অগ্রভাগে চলে গেলে ট্রলারটা একদিকে কাত হয়ে ডুবে যায়। বাকীসব সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শাওন, শাহপরান জিমি ও রিফাত নিখোঁজ থাকে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানান, রাত সাড়ে ১২টায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আর কোনো নিখোঁজের খবর না থাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছ। 

এই বিভাগের অন্য খবর

Back to top button