বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া জিলা স্কুল চত্ত্বরে এ দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ।
বগুড়া জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বগুড়া জিলা স্কুল চত্ত্বরে হাত ধোয়ার কৌশল প্ৰদৰ্শন করা হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুম আলী বেগ বলেন, ‘সুন্দর স্বাস্থ্য গঠনে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। করোনার ভয়াবহতার সময় আমাদের দেশে যেভাবে হাত ধোয়াসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সেগুলো মেনে চলা আবশ্যক। হাত ধোয়া স্বাস্থ্য ঝুঁকি কমায়।’
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, এনডিসি পলাশ চন্দ্র, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী প্ৰমুখ।
এসএ