সারাদেশ

জীবনে রাজনীতি করবে না যুবলীগ নেতা, করলো দুধ দিয়ে গোসল

আর জীবনে আওয়ামী লীগের রাজনীতি করবেন না মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুবলীগ নেতা সানোয়ার হোসেন। দুধ দিয়েও গোসল করে তিনি এমন প্রতিজ্ঞা করেন।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও কোনো পদ পাননি সানোয়ার হোসেন।

গতকাল শনিবার ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে সানোয়ার হোসেন ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী থাকলেও তিনি সভাপতি হননি।

সেই আক্ষেপেই আজ রোববার (১৬ অক্টোবর) দুপুরে ইউনিয়নের খাটিয়ার হাট বাজারে দুধ দিয়ে গোসল করেন সানোয়ার। এসময় তিনি রাস্তায় দুধ ছেটানোর পাশাপাশি নিজের মোটরসাইকেলটিও দুধ দিয়ে ভেজান।

সানোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত কিন্তু কোনোদিন দলের পদ পাইনি। আমাকে দলের নেতারা পদ দেবে এমন আশ্বাস দিলেও তা রক্ষা করেননি তারা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন রাজনীতি করবো না। তাই দুধ দিয়ে গোসল করেছি।

এর আগে ৬ অক্টোবর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানেন এক নেতা।

এই বিভাগের অন্য খবর

Back to top button