সারাদেশ

১৯ লাখ টাকার ব্যাগ কুড়িয়ে পেল শিশু শিক্ষার্থীরা

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় সাড়ে ১৯ লাখ টাকা কুড়িয়ে পেয়েছে শিশু শিক্ষার্থীরা।

রোববার (১৬ অক্টোবর) সকালে ওই বিদ্যালয়ের আঙিনায় এই টাকা পায় তারা। এ সময় বিষয়টি জানাজানি হলে মণিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ব্যাগটি হেফাজতে নেয়।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। এ সময় বিদ্যালয়ের আঙিনায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে তারা বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায়। এ সময় শিক্ষকরা পুলিশকে সংবাদ দিলে ঝিকরগাছা ও মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ব্যাগটি খুলে দেখা যায় এতে সাড়ে ১৯ লাখ টাকা রয়েছে। এ সময় ব্যাগটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। খবর আরটিভি অনলাইন 

পুলিশ জানান, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। ব্যাগটিতে সাড়ে ১৯ লাখ টাকা ছিল। তবে ব্রিটিশ-আমেরিকান ট্যোবোকোর বিপুল পরিমাণে টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button